বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবস-১৯ পালিত

প্রকাশিত : ১০:১৭ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদারঃ

চট্টগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে। ১২ ডিসেম্বর দিবসটি  উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি শিরিষ তলা মঞ্চে এক কনসার্টের আয়োজন করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন।
এবারের প্রতিপাদ্য বিষয় সত্য-মিথ্যার যাচাই আগে ইন্টারনেট এ শেয়ার পরে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াছ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনারৃন্দ এবং লোহাগাড়ার বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মুহাম্মদ মিরান হোসেন মিজানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্হিত ছিলেন।

 

 

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মুহাম্মদ আবদুল মন্নান বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় আজ ঘরে বসে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলের খবর নিতে পারছি।’
‘প্রযুক্তির মাধ্যমে মুহূর্তেই সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়ছে। যেখানে অনেক ক্ষেত্রে তথ্য যাচাই বাছাই না করেই পাবলিশ ও শেয়ার করা হচ্ছে। ফলে খুব সহজেই ভুল তথ্যও ছড়াচ্ছে।’ এসময় তথ্য নির্ভুল ও সঠিকভাবে যাচাই বাছাই করে শেয়ার ও প্রকাশের আহ্বান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতার মুগ্ধ করেন।

আরো পড়ুন