বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৪৭ অপরাহ্ন বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম রশিদার পাড়া এতিমখানার দ্বিতীয় তলার কাজ চলমান রয়েছে।
উক্ত মাদ্রাসার উন্নয়নের জন্য চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলামের আন্তরিক প্রচেষ্ঠায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারের আবেদনের প্রেক্ষিতে নগদ ২লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
১৮ ডিসেম্বর বিকেলে রশিদার পাড়া হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির হাতে ২লক্ষ টাকার চিঠি হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জেসমিন আকতার, রশিদার পাড়া হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি হাজি মুহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল আবছার, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক মুহাম্মদ হেফাজত উল্লাহ সিকদার, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মুহাম্মদ আইয়ুব, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবুল মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, সমাজসেবক মিরান হোসেন মিজান,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ার জিহান,
সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, সমাজসেবক মিরান হোসেন মিজান জানান, জেলা পরিষদ কর্তৃক প্রিয় নেতা আমিনুল ইসলাম আমিন ভাইয়ের আন্তরিক প্রচেষ্ঠায় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রেহান পারভেজ চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে রশিদার পাড়া এতিমখানার দ্বিতল ভবনের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়। অনুদানের চিঠিটি হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির হাতে হস্তান্তর করা হয়।
রশিদার পাড়া হেফজখানা ও এতিমখানার উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদান দেওয়ায়
বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এতিমখানা পরিচালনা কমিটি।