শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৬:৩২ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
আগামীকাল ২৯ নভেম্বর রোজ সোমবার লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টানে যোগ দিতে লোহাগাড়ায় আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এডহক কমিটির সভাপতি, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
আমিনুল ইসলামের আগমনের বিষয়টি তার ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান মুঠোফোনে উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
মিরান হোসেন মিজান জানান,প্রিয়নেতা জনাব আমিনুল ইসলাম আমিন ভাই আগামীকাল সোমবার সকাল ১০টায় লোহাগাড়ায় আসবেন। তিনি বার আউলিয়া বিশ্ববিদ্যালয়ের এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্হিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখবেন।
উক্ত অনুষ্ঠানে যথাসময়ে সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থীদেরকে উপস্হিত থাকার জন্য প্রিয় নেতা অনুরোধ জানিয়েছেন।