শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি মোঃ ইসমাঈলকে কে বরণ

প্রকাশিত : ৭:২৪ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি, চট্টগ্রাম প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী, বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ইসমাঈলকে বরণ করে নেওয়া হয়েছে।২১ মার্চ সকালে তিনি বিদ্যালয়ে আগমন করলে বিদ্যালয় পরিচালনা কমিটি, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারিবৃন্দরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। ফুলের শুভেচ্ছা বিনিময় শেষ করে তিনি সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বিদ্যালয়ের হল রুমে প্রথম সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্যে রাখেন বিদ্যালয়ের নতুন সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাঈল।এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক আহমদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের নতুন সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাঈল জানান,মহান আল্লাহ রাব্বুল আলেমীনের কাছে লাখো,কোটি শোকরিয়া এ বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায়। আমি এ বিদ্যালয়ের শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন করতে চাই। স্কুলকে আধুনিকায়ন করতে চাই। কারণ এ বিদ্যালয়ের অনেক ঐতিহ্য রয়েছে। দীর্ঘদিনের এ বিদ্যালয়টি শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করতে কাজ করবো ইনশাল্লাহ।আমাকে এ বিদ্যালয়ের সভাপতি মনোনীত করায় আবারও লোহাগাড়ার সুর্যসন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্রদ্ধেয় দাদা ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রদ্ধেয় আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আরো পড়ুন