শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৬:৪৮ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
দ্বীনি শিক্ষা প্রসারের জন্য লোহাগাড়ায় প্রতিষ্ঠিত হয়েছে ইলমুন নববী সঃ হিফজুল কোরআন মাদ্রাসা, রিয়াজুল জান্নাত মহিলা হেফজখানা নামের শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে পুরুষ ও মহিলা হেফজ শিক্ষার্থীরা সুনাম অর্জনে স্বাক্ষরতা রেখেছে। এ প্রতিষ্ঠান থেকে ২জন শিক্ষার্থী পাগড়ি পেয়ে কুরআন শরিফ সম্পন্ন করেছে। তাদেরকে দেওয়া হয়েছে দস্তারবন্দী অনুষ্ঠানের সংবর্ধনা।১০ জানুয়ারী বেলা ৩টার দিকে লোহাগাড়া উপজেলার সদরের লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পার্শ্বে এসএস কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ইলমুন নববী সঃ হিফজুল কোরআন মাদ্রাসা, রিয়াজুল জান্নাত মহিলা হেফজখানা শুভ উদ্বোধন দস্তারবন্দী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান মুহতামিম বিশিষ্ঠ আলেমেদিন মাওলানা আমিন উল্যাহ`র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ,বিশিষ্ঠ আলেমেদিন ও গবেষক মাওলানা ওসমান গনি।লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য
বিশিষ্ঠ সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদ লোহাগাড়া প্রতিনিধি মুুহাম্মদ রায়হান সিকদার।সভায় ব্যবসায়ী মোঃ ইলিয়াছ,নাছির উদ্দিন বাবুল, মাওলানা আবদুল করিম, ইলমুন নববী সঃ হিফজুল কোরআন মাদ্রাসা, রিয়াজুল জান্নাত মহিলা হেফজখানার পরিচালক মাওলানা আবদুল কুদ্দুস, এসএস কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোঃ শাহজাহান, ইলমুন নববী সঃ হিফজুল কোরআন মাদ্রাসা, রিয়াজুল জান্নাত মহিলা হেফজখানার পরিচালক হাফেজ মাওলানা বশির আহমদ,হাফেজ মাওলানা হাবিবুল্লাহসহ মাদ্রাসার সকল শিক্ষক, মহিলা হেফজ শিক্ষকরা উপস্থিত ছিলেন।