শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৩৬ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে গেল কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রামের লোহাগাড়ার হাতিয়ার খালের বিভিন্ন স্থানে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সংলগ্ন দক্ষিণ আধুনগর হিন্দু পাড়ার হাতিয়ার খালের ভাঙন পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবীব জিতু।
এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, আধুনগর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন।
ইউএনও মোহাম্মদ আহসান হাবীব জিতু জানান, টানা বৃষ্টিতে পানির গতি বেড়ে যাওয়ায় আধুনগর হাতিয়ার খালের ভাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভাঙ্গন কবলিত এলাকাগুলো সংস্কারের আশ্বাস দেন তিনি।