শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আধুনগর চেঁদিরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহার পরিদর্শন

প্রকাশিত : ১০:৩৩ পূর্বাহ্ন শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার আধুনগরের ঐতিহাসিক চেঁদিরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ও লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ।

জানা যায়, একটি মহল চেঁদিরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহার সংলগ্ন দেয়াল ও শ্মশান পাড়ের জমির মাটি কাটছিল।

যার কারনে চেঁদিরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহারের দেয়াল ও শ্মশান হুমকির মুখে রয়েছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ২২ জুন ( সোমবার) পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ও লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, স্থানীয়দের অভিযোগে আমরা সত্যতা যাচাই করেতে ঘটনাস্থলে আসলাম। যাচাই-বাছাই করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রাহণ করবো।

 

এসময় উপস্থিত ছিলেন চেঁদিরপুনি নন্দন কানন বিহারে অধ্যক্ষ ভদন্ত জ্যোতিপাল স্থবির, মানবতাবাদী বৌদ্ধ নেতা তাপসজ্যোতি ভিক্ষু, চেঁদিরপুনি বিহার ও গ্রাম সেবা কমিটির সাধারন সম্পাদক সুজিব বড়ুয়া, যুগ্ম সম্পাদক সুমিত্র বড়ুয়া, অর্থ সম্পাদক মুকুল বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক রকি বড়ুয়া, সমাজসেবক শিক্ষক রাখাল চন্দ্র বড়ুয়া, আধুনগর ইউপি সদস্য সন্তোষ কুমার বড়ুয়া, আধুনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিবু রঞ্জন বড়ুয়া,ইউপি সদস্য সিরাজ
চেঁদিরপুনি বিহার নির্মাণ কমিটি সভাপতি জ্যোস্নাময় বড়ুয়া, সহ-সভাপতি তুষার বড়ুয়া, চেঁদিরপুনি বৌদ্ধ যুব পরিষদের সভাপতি রতসেন বড়ুয়া,সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া, লুম্বিনী শিক্ষা পরিষদ কার্যকরী সভাপতি জ্যোতি বিনয় ভিক্ষু, সাধারন সম্পাদক রুজন বড়ুয়া, হৃদয় বড়ুয়া আরো স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন