শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

অনলাইনে গরুর বাজার নিয়ে আসলো ইখলাস গ্রুপ

প্রকাশিত : ১০:৫৩ পূর্বাহ্ন শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ দেশীয় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব খামারে লালন পালন করা দেশী ও বিদেশী নানা জাতের অর্গানিক গরু নিয়ে ভিন্নধর্মী এক আয়োজন নিয়ে এল ইখলাস গ্রুপ।করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ও গরু দেখা,ক্রয় করার সুযোগ রয়েছে।কোন ধরণের স্টেরয়েড এবং কৃত্রিম ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরুগুলো লালন পালন করা হয়েছে।অত্যন্ত স্বাস্থ্যবান এবং রোগমুক্ত এক্টিভ রকমারি গরুর সমাহার রয়েছে ইখলাছ এগ্রো ফার্মে।১লক্ষ টাকা থেকে ৩লক্ষ টাকা পর্যন্ত্য যে কোন দামের গরু আপনার পছন্দমত ক্রয় করতে পারবেন।এছাড়া করোনা সংক্রমন রোধে গরু জবাই করা এবং ভাগ বাটোয়ারা, কাটাকুটি সহ পুরো কোরবানীর ব্যাবস্থা করেছে ইখলাস গ্রুপ।তাদের নিজস্ব কসাই দিয়ে আপনি বা আপনার একজন প্রতিনিধির উপস্থিতিতে গরু জবাই ও প্রসেস করা হবে।তবে এক্ষেত্রে কমপক্ষে ১সপ্তাহ আগে অগ্রীম বুকিং এবং অর্ডার করতে হবে।আপনি চাইলে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ফার্ম ভিজিট করতে পারেন,দেখে শুনে গরু কিনতে পারেন।ফার্মের ঠিকানা রাংগুনীয়া,লিচুবাগান,চট্টগ্রাম। মোবাইলঃ-০১৮৫৯৪০৩৮৩৯

আরো পড়ুন