বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

১ লাখ ইয়াবাসহ ২ জন আটক

প্রকাশিত : ১১:৫৭ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।
এ সময় মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়েছে।
আটকরা হলো- চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সরদারপাড়া মনসুপবাজার এলাকার মুত আলী হোসেনের ছেলে সৈয়দ আমিন (৩২) ও কক্সবাজার শহরের ৬ নং ফিশারীঘাট এলাকার মৃত ইউনুছের ছেলে খায়রুল আমিন (৫০)।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান র‍্যাব- ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি জানান, উদ্ধার ইয়াবার অনুমান মূল্য ৫ কোটি টাকা।আটক দুই পাচারকারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

আরো পড়ুন