শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পদুয়ায় ইউনিটি অব ইয়াং স্টার ক্লাবের অফিস ভাংচুর

প্রকাশিত : ৮:৪৭ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাওগাটা এলাকায় ইউনিটি অব ইয়াং স্টার ক্লাবের অফিস ভাংচুর করেছে দুর্বত্তরা।

সোমবার ( ১১ অক্টোবর ) গভীর রাতে দুর্বত্তের একটি দল এ ভাংচুরের ঘটনাটি ঘটিয়েছে।

এসময় দুর্বত্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিসহ চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরীর ছবি ছিঁড়ে অফিসের যাবতীয় মূল্যবান আসবাবপত্র ভাংচুর চালায়।

ইউনিটি অব ইয়াং স্টার ক্লাবের সভাপতি, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ নেজাম উদ্দিন জানান, গভীর রাতে একদল দুর্বত্ত আমাদের অফিস ভাংচুর চালিয়েছে।সকালে এসে দেখি অফিসের যাবতীয় মূল্যবান আসবাবপত্র এলোমেলো ভাবে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন জানান, ইউনিটি অব ইয়াং স্টার ক্লাব ভাংচুর হয়েছে বলে জেনেছি। যারা এ ঘটনাটি ঘটিয়েছে সঠিক তদন্তের মাধ্যেমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া থানার এএসআই মহিউদ্দিন খন্দকার ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ তারেক, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল নোমান।

থানার এএসআই মহি উদ্দিন মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি

বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, যুবলীগ নেতা নেজাম অফিস ভাংচুরের বিষয়টি জানালে ঘটনাস্হল পরিদর্শন করেছি। অবাক হয়ে স্বাধীনতার ৫০ বছর পরও এরকম ন্যাক্কারজনক ঘটনা দেখতে হয়। প্রথমে
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দুর্বৃত্ত কর্তৃক পদুয়া সগিরা পাড়া ওয়ার্ড যুবলীগের কার্যালয় ও ছগিরা পাড়া ইউনিটি অব ইয়ং স্টার ক্লাবের কার্যালয় ভাঙচুর চালায়।
দুর্বৃত্তদের সুস্থ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।

আরো পড়ুন