শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:১১ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
কেন্দ্রের নির্দেশনা মোতাবেক ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন সম্পন্ন তৃণমূল পর্যায়ে গ্রুপিং কোন্দল নিরসন দলীয় প্রার্থী বিজয়ী করতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সন্ধ্যায় চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে চুনতি ইউপির কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম চৌধুরী পল্টু।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ সালাহ উদ্দিন হিরু।
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এরশাদুল হক চৌধুরী ভেট্টু, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও চুনতি ইউপির সফল চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,নাজমুল হাসান মিন্টু,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম.কামাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ কামরুল হুদা ছিদ্দিকী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু,সাবেক ছাত্রলীগ নেতা কশশাফুল হক শেহজাদ,চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম সওদাগর, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসাইন মিনহাজ, যুবলীগ নেতা মুহাম্মদ ইয়াসিন আরফাত,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেহান পারভেজ চৌধুরী ও মুহাম্মদ সেলিম উদ্দিন।
এছাড়াও বর্ধিত সভায় চুনতি ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ , স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।