প্রকাশ: ২০২০-০৪-১৩ ২১:৪১:৪৯ || আপডেট: ২০২০-০৪-১৩ ২১:৪১:৪৯
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রাদূর্ভাবে সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম করে বাড়ির নির্মাণ কাজ ও মোটর সাইকেল করে যাত্রি পরিবহনের অপরাধে ৪ হাজার ৫শ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
১৩ এপ্রিল(সোমবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
জানা যায়, করোনা ভাইরাস প্রাদূর্ভাবে সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার পুটিবিলা এলাকায় ১টি বাড়িতে জনসমাগম করে নির্মাণ কাজ করায় ৩ হাজার টাকা, ২ মোটর সাইকেলে যাত্রী পরিবহন করায় একজনকে ১ হাজার টাকা এবং অপর জনকে ৫শ টাকাসহ মোট ৪ হাজার ৫`শ টাকা জরিমানা আদায় করা হয়।
সাথে ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, সরকারী নির্দেশনা মেনে চলুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। সরকারী নির্দেশনা অমান্য করে কোন কিছু করা যাবেনা। সরকারী নির্দেশনা অমান্য করায় বাড়ির মালিক এবং মোটর সাইকেল করে যাত্রী পরিবহন করায় দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারামতে মোট ৪ হাজার ৫`শ টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Comments
Add Your Comment