সাতকানিয়ায় করোনা উপসর্গে কিশোরের মৃত্যু: নমুনা সংগ্রহ
প্রকাশ: ২০২০-০৪-০৯ ১৬:০৮:২১ || আপডেট: ২০২০-০৪-০৯ ১৮:০৩:৪৫
শহীদুল ইসলাম বাবর, দেশবাংলা.নেট
সাতকানিয়ায় করোনার উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম সাকিব (১৭) বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নমুনা সংগ্রহের পর তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির।ট জানান, গত ৬-৭ দিন ধরে সাকিবের জ্বর, সর্দি, কাশি ছিল। এছাড়া মারা যাওয়া ওই কিশোর থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানান তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসামানী বলন, ‘করোনার উপসর্গে মৃত্যু হয়েছে খবর পেয়ে নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম মাদার্সা ইউনিয়নের ‘সাকিব নামের প্রতিবন্ধি এক কিশোর গত সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল। গতকাল রাতে সে মারা যায়। করোনা সন্দেহে প্রশাসন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে নারায়নগঞ্জ থেকে সাতকানিয়ায় আসা মাদার্সা ইউনিয়নের অপর জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাকে হোম কোয়াকোরেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও নুর-এ আলম।
Comments
Add Your Comment