প্রকাশ: ২০২০-০৪-০৮ ১৭:৪৯:৪৮ || আপডেট: ২০২০-০৪-০৮ ১৭:৪৯:৪৮
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে ঘরমুখী করতে মাঠে কঠোরভাবে অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ।
৮ এপ্রিল সকালে উপজেলার বটতলী মোটর স্টেশন ও বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন,বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে।যৌথ অভিযান পরিচালনার সময় করোনা প্রতিরোধে সরকারী আদেশ মেনে চলতে,সকল জনগণকে ঘরমুখী হতে করতে সকলকে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশের পক্ষ থেকে আহবান জানান।
যৌথ টহল পরিচালনায় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী,কক্সবাজার ১০পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট এনায়েত করিব, লোহাগাড়া থানার এসআই মাহফুজ।
উপজেলা প্রশাসন,বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের পক্ষ থেকে করোনা ঠেকাতে সকলকে ঘরে নিরাপদে থাকার জন্য আহবান জানান।
Comments
Add Your Comment