প্রকাশ: ২০২০-০৪-০৪ ২৩:৩৮:০০ || আপডেট: ২০২০-০৪-০৪ ২৩:৩৮:০০
রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় অসহায় মানুষের ফোন কল পেয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে থানা পুলিশ। রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলামের ব্যতিক্রমী এই উদ্যোগে ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ত্রাণ সহায়তা পেয়ে উপকৃত হয়েছে সাধারণ মানুষ। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ফোন কলের ভিত্তিতে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতে এই ইউনিয়ন সহ আশেপাশের এলাকার বিভিন্ন বাজার, দোকানপাট মনিটরিং করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিতে উপজেলার বিভিন্ন সড়কে কঠোর অবস্থান অব্যাহত রেখেছেন বলে জানান তিনি। পুলিশের ত্রাণ সহায়তার পাশাপাশি মনিটরিং ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা কার্যক্রম নিয়মিত চলবে বলে তিনি জানিয়েছেন।
Comments
Add Your Comment