প্রকাশ: ২০২০-০৪-০১ ২২:৩৩:২৮ || আপডেট: ২০২০-০৪-০১ ২২:৩৩:২৮
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ।
১এপ্রিল ( বুধবার) সকালে থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালামের পক্ষে সাতকানিয়া লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের খেটে খাওয়া অসহায় মানুষের ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামালের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রীগুলো স্ব স্ব চেয়ারম্যান ও এলাকার কিছু অসহায় মানুষের মাঝে প্রদান করা হয়।
এসময় উপস্হিত ছিলেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি,ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী,
লোহাগাড়ার বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান।
খাদ্য সামগ্রীর মধ্যে থাকছে প্রতি পরিবারকে ৫কেজি চাল, ২ কেজি ডাল ও ১ লিটার তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস।
Comments
Add Your Comment