প্রকাশ: ২০১৮-০৯-২৪ ২২:১১:৩২ || আপডেট: ২০১৮-০৯-২৪ ২২:১১:৩২
বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত ও জলদস্যুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ (২৪ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় উপজেলার খানখানাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। বাঁশখালী থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, আবদুল মান্নান (৩০) পিতা, ইউনুস, ফুলছড়িপাড়া, পতেঙ্গা, মুহাম্মদ মামুন (২২), পিতা-আবুল কালাম, লালমোহন ভোলা, মিনহাজ (১৮) পিতা, মুহাম্মদ কায়সার, ছনুয়াপাড়া, আনোয়ারা, রবি আলম (২৫), পিতা-আবদুল করিম, মহেশখালী, কক্সবাজার, মুহাম্মদ ফারুক (২৪) পিতা, হাসমত আলী, রায়পুর, আনোয়ারা, ফরিদ (৩৫), পিতা মৃত মুহাম্মদ হোসেন, প্রেমাশিয়া, বাঁশখালী ও আবু ছায়েদ (৫৫), পিতা-মৃত আবদুল হাসিম, কমলনগর, লক্ষীপুর।
তাদের কাছ থেকে দা কিরিচসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বাঁশখালী থানার ডিউটি অফিসার এএসআই আবদুল হালিম জানান, আটককৃতরা সাগরে ও লোকালয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সূত্র- জীবন্ত কাগজ
Comments
Add Your Comment