প্রকাশ: ২০২০-০৩-২৮ ২২:৫০:১৭ || আপডেট: ২০২০-০৩-২৮ ২২:৫০:১৭
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাসকে প্রভাব কাটিয়ে এলাকায় কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে ২৮মার্চ রাতে লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারিহাট বাজারে মনিটরিং করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান মোল্যা। এসময় লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ই, পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন ও থানা পুলিশের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ হাসানুজ্জামান মোল্যা জানান, করোনা ভাইরাসকে প্রভাব কাটিয়ে দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করা যাবেনা । কোন ব্যবসায়ী যদি দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করে তাহলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
Comments
Add Your Comment