প্রকাশ: ২০২০-০৩-২২ ০২:১৬:৪৩ || আপডেট: ২০২০-০৩-২২ ০২:১৬:৪৩
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে চালের দোকান ও পেঁয়াজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
২১মার্চ শনিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমদের`র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, করোনা ভাইরাসে প্রভাব দেখিয়ে আতংক সৃষ্টি করে বেশী দামে চাল এবং পেঁয়াজ বিক্রীর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪০ধারা মতে
আধুনগর বাজারে মুহাম্মদ আবদুল আলীমকে ৫হাজার টাকা, আমির আহম্মদ সওদাগরের মালিকানাধীন মেসার্স আমির আহম্মদ স্টোরকে ১০হাজার টাকা এবং খোকন মহাজনের মুদির দোকানে ১০হাজার টাকাসহ মোট ২৫হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়।
অভিযানকালে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ. উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মুহাম্মদ রুবেল।
Comments
Add Your Comment