প্রকাশ: ২০২০-০৩-১৪ ১৪:৫৫:৪৫ || আপডেট: ২০২০-০৩-১৪ ১৪:৫৫:৪৫
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় পুকুরে ডুবে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।১৪মার্চ(শনিবার) দুপুর ১টায় চরম্বা ইউনিয়নের মাইজবিলা দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর মামা সংবাদকর্মী আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর নাম আফিফা সোলতানা (৪)। ওই এলাকার কৃষক ছগির আহমদের কন্যা।
জানা যায়, খেলাচ্ছলে সকলের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন অনেকক্ষণ আফিফা সুলতানাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশু আফিফা সোলতানার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
Comments
Add Your Comment