প্রকাশ: ২০২০-০৩-১১ ০১:১৪:২০ || আপডেট: ২০২০-০৩-১১ ০১:১৪:২০
টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন চট্টগ্রাম (টিসিজেএ) নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার রাতে টিসিজেএ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। নবনির্বাচিত সভাপতি এনামুল হক এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নতুন কমিটির সকলকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি শফিক আহমেদ সাজিব।এই সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী, কমিশনার অনুপম শীল – বিদায়ী কমিটি এবং নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে প্রত্যাশা করেছেন নতুন সভাপতি এনামুল হক।
Comments
Add Your Comment