প্রকাশ: ২০২০-০৩-০৫ ১৯:৪৩:৩৬ || আপডেট: ২০২০-০৩-০৫ ২১:১০:৫৯
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া থানায় জিডি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ইত্যাদিতে টাকা, দালাল,প্রভাবশালীদের সুপারিশ লাগে-এই দৃষ্টিভঙ্গি বদলাতে চাই ওসি জাকের হোসাইন মাহমুদ।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে lohagara thana ctg আইডিতে এমন একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে।
জানা যায়, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ থানায় যোগদানের পর থেকে আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তিনি যোগদান করার পর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চেকপোষ্ট হতে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে হাজার হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতাকে আটক করে আদালতে সৌপর্দ করেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা হতে ইয়াবা, চোলাইমসহ মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘মানুষ যাতে দালালচক্র বা অন্য কোনোভাবে প্রতারণার শিকার না হয়, সেজন্য থানার দৃষ্টিভঙ্গি বদলাতে চাই। থানায় আসার সময় কোন দালাল ও প্রতারক নিয়ে আসবেন না।
লোহাগাড়া থানায় জিডি, অভিযোগ, মামলা ও পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন ধরণের টাকা পয়সার দরকার নেই।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার এর অংশ হিসেবে পূর্ণাঙ্গ জনসাধারণকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মাননীয় পুলিশ সুপারের নির্দেশে আমরা মানুষের দৌড়গোড়ায় গিয়ে পুলিশি সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।
আমাদের মূল টার্গেট পূর্ণাঙ্গ জনগণের সন্তুষ্টি অর্জন করা এবং মানুষের দৌড়গৌড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া।
আমরা লোহাগাড়া থানার পক্ষ থেকে কোনো প্রকার টাকা ছাড়াই জনগণকে সেবা দিচ্ছি এবং ভবিষ্যতেও দিতে চাই।
তিনি আরো বলেন, লোহাগাড়ায় সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের কোন স্হান নেই। সাধারণ মানুষ থানায় এসে সেবা গ্রহণ করতে হবেনা, বরং আমাদের থানা পুলিশের সদস্যরা আপনাদের পাশে গিয়ে পুলিশি সেবা পৌঁছে দিবে। কোন সেবা প্রত্যাশী সরাসরি থানার অফিসার ইনচার্জের নিকট হতে সেবা গ্রহণ করবেন। সেবা নেয়ার ক্ষেত্রে কোন দালাল বা মাধ্যমের আশ্রয় না নেয়ার জন্যও আহবান জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
Comments
Add Your Comment