প্রকাশ: ২০২০-০৩-০৩ ২৩:৫৬:৫৯ || আপডেট: ২০২০-০৩-০৩ ২৩:৫৬:৫৯
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ২০১৯-২০ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় গৃহহীনদের বাসগৃহ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করা হয়েছে।
গত ২মার্চ সকালে উপজেলার পুটিবিলা, আমিরাবাদ ও পদুয়ার বিভিন্ন এলাকায় চলমান বাসগৃহ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হোসাইন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কার্য্য সহকারী শুভংকর চাকমা উপস্হিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ তৌছিফ আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের বাসগৃহ নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে এই গৃহ নির্মাণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭১লক্ষ ৯৬হাজার ৬৪০টাকা ব্যয়ে ২৪টি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।
প্রতি পাকা ঘরের মুল্য ২ লক্ষ ৯৯হাজার ৮৬০ টাকা। চলতি মাসের মধ্যেই এসব গৃহহীন ঘরের নির্মাণ কাজ শেষ হবে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন,ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় চলমান নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছি। প্রকৃতপক্ষে দরিদ্র মানুষরা যাতে এইসব সুযোগ সুবিধা পান সেটা আমরা নিশ্চিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ যাতে ব্যাহত না হয় বিশেষ করে উপকারভোগী বাছাই, ঘর নির্মাণ ও কাজের গুণগত মান যাতে বজায় থাকে সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সার্বিক মনিটরিং করবে।
Comments
Add Your Comment