প্রকাশ: ২০১৮-০৯-২০ ২০:২৮:৫০ || আপডেট: ২০১৮-০৯-২০ ২০:২৮:৫০
দেশবাংলা ডেস্কঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনের আপন শপিং ও সিটি কমপ্লেক্স ব্যবসায়ী কল্যান সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ২০ সেপ্টেম্বর দুপুরে সম্পন্ন করা হয়েছে।নির্বাচনে ৫ টি পদে প্রতিদ্বন্দিতা করেন ১১জন প্রার্থী।
মার্কেটের ভোটারগণ সুন্দর পরিবেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
সভাপতি পদে ৩জ প্রতিদ্বন্দিতা করেন।উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মা সপের স্বত্বাধিকারী ব্যবসায়ী মুহাম্মদ আকতার কামাল । সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দিতা করেন । এতে নিবার্চত হন পুটিবিলা ইলেকট্রিকের স্বত্বাধিকারী আবদুল মন্নান । সাংগঠনিক পদে প্রতিদ্বন্দিতা করেন করেন ২জন ।এতে নিবার্চিত হন মারিয়া কসমেটিকসের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল । অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন । নিবার্চত হন জম জম জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ আবুল বশর । ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন । এতে নিবার্চত হন ওয়ান ফ্যাশনের স্বত্বাধিকারী মোঃ মহিম উদ্দিন মহিম।
নিবার্চনে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী ও কর্মচারীরা । নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ছিলেন লোহাগাড়ানিউজ২৪.কমের সম্পাদক ও আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন সাংবাদিক সত্তার সিকদার, সাংবাদিক এম হোছাইন মেহেদী।
Comments
Add Your Comment