প্রকাশ: ২০১৮-০৯-১৯ ১৯:১২:০০ || আপডেট: ২০১৮-০৯-১৯ ১৯:১২:০০
“ভ্রাম্যমান আদলত”
খোরশেদ আলম শিমুল,হাটহাজারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাটহাজারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুস সত্তার চৌধুরীকে তিন হাজার টাকা অর্থদ- প্রদান করেছেন। পাবলিক পরিক্ষা সমূহ ( অপরাধ আইন) ১৯৮০ এর ১২ ধারা লংঘনের অপরাধে এ অর্র্থদ- প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, গত মঙ্গলবার হাটহাজারী কলেজে অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের পরিক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কলেজের এইচবি ২০২ নং কক্ষ ঝটিকা পরিদর্শন করেন। এ কক্ষে তিনজন শিক্ষক পরিক্ষার দায়িত্ব পালন করছিলেন। নির্বাহী কর্মকর্তা কক্ষে প্রবেশ করার সময় অধ্যাপক আবদুস সত্তার চৌধুরীকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে তাকে সাথে সাথে কেন্দ্র থেকে অব্যাহতি প্রদান করেন। এসময় তাকে পাবলিক পরিক্ষা সমূহ ( অপরাধ আইন) ১৯৮০ এর ১২ ধারা লংঘনের অপরাধে তিন হাজার টাকা অর্র্থদ- প্রদান করা হয়।
Comments
Add Your Comment