প্রকাশ: ২০১৮-০৮-৩০ ১২:৪৯:০৮ || আপডেট: ২০১৮-০৮-৩০ ১২:৪৯:০৮
চীন নতুন এক ধরনের লেজার অস্ত্র তৈরি করেছে। গবেষকদের দাবি, এই অস্ত্র এক কিলোমিটার দূর থেকে মানুষকে পুড়িয়ে দেবে।
চীনা গবেষকদের মতে, জেডকেজেডএম-৫০০ নামের এই লেজার অস্ত্র তাৎক্ষণিকভবে মানুষের চামড়া ও টিস্যু পুড়িয়ে দিতে সক্ষম হবে। পাশাপাশি অসহ্য যন্ত্রণার কারণ হবে এটি।
একজন লেজার অস্ত্র বিজ্ঞানী দ্য সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন, নতুন এই ডিভাইস কয়েক সেকেন্ডের মধ্যেই শরীরে আগুন জ্বালিয়ে দিতে সক্ষম হবে। আর পরনের পোশাক যদি দাহ্য পদার্থের তৈরি হয়, তাহলে মুহূর্তের মধ্যে পুরো শরীর আগুনে গ্রাস করে ফেলবে।
Comments
Add Your Comment