প্রকাশ: ২০১৮-০৯-১৬ ১৬:৫০:২২ || আপডেট: ২০১৮-০৯-১৬ ১৬:৫০:২২
মোঃ নাজিম উদ্দিন, দেশবাংলা.নেট:
সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে শিবিরের শীর্ষ ক্যাডার দিদারুল আলম ইমনকে গ্রেফতার করেছে। আজ (১৬ সেপ্টেম্বর) ভোরে থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশের নেতৃত্বে একটি ফোর্স উপজেলার পচ্শিম গাটিয়া ডেঙ্গা ওয়াহেদের পাড়া এলাকা থেকে ইমনকে গ্রেফতার করে। সেই ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল হোসেন জানান, শিবিরের শীর্ষ ক্যাডার দিদারুল ইমন প্রকাশ খুনি দিদারকে আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পচ্শিম গাটিয়া ডেঙ্গা ওয়াহেদের পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, ছিনতাই, অগ্নিসংযোগ, পুলিশ এসল্টসহ ডজন মামলা রয়েছে। সেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।
Comments
Add Your Comment