প্রকাশ: ২০১৮-০৯-১৪ ১৫:৫৩:২৩ || আপডেট: ২০১৮-০৯-১৪ ১৫:৫৩:২৩
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আবু তৈয়ব ও নুরুল হুদা নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো পাঁচজন।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ওসি আবু বেলাল জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে উপজেলার চারিয়া বুড়ি পুকুরপাড় এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আবু তৈয়ব ও নুরুল হুদাকে স্থানীয় উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি
Comments
Add Your Comment