প্রকাশ: ২০১৮-০৯-০৮ ২৩:০৪:২৪ || আপডেট: ২০১৮-০৯-০৮ ২৩:০৪:২৪
৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় আন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা মেহেদী আবুল বশর একাডেমীর হলরুমে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ নুরন্নবী সাহেব। মোহাম্মদ ইসমাঈল মেহেদীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আবু বক্কর মেহেদী,মোহাম্মদ জমির উদ্দীন,মোহাম্মদ ইউছুপ অালী,আবুল ইসলাম মেহেদী ,মোহাম্মদ জাহাঙ্গীর অালম, জুনাইদ,রিয়াজ ,বাবু প্রমূখ।
প্রায় ২ শতাধিক নিরক্ষর মানুষকে স্বাক্ষরতা দান করায় এলাকার কৃতি সন্তান মোহাম্মদ জুনাইদকে মেহেদী গনপাঠাগারের পক্ষ থেকে বিশেষ সম্মামনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Comments
Add Your Comment