মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রকাশিত : ১:১৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৭ মে ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারী উপজেলার আধুনগর ইউনিয়নের উত্তর হরিণা চৌধুরী পাড়ার সরওয়ার কামালের পুত্র সাহাব উদ্দিন(২৯)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই শিশির বিন্দু ধরের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারের উত্তর পার্শ্বে পরিতোজের বিল্ডিং এর সামনে নোহা গাড়িটি থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক কারবারী সাহাব উদ্দিনকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১ মে সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে