মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রকাশিত : ১২:৩৪ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৭ মে ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ
হাজ্বী চাঁন্দ মিয়া সড়ক।লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্হিত।এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত হয়ে পড়েছিল। সড়কের দুর্দশা দেখে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস ছালামের পক্ষ থেকে সড়কটির এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
৮ এপ্রিল বিকেল ৪টার দিকে উক্ত সড়কের কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন কালে উপস্হিত ছিলেন বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী , বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, বড়হাতিয়া ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার কাইছার হাসান বাপ্পী।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, যুবলীগ,ছাত্রলীগসহ অনেকেই উপস্হিত ছিলেন।