শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:২১ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় স্বাধীনতা স্মৃতি গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সিরাজুল ইসলাম।
গত ৩০ মার্চ সকালে ৭১ স্মৃতি সংসদের আয়োজনে ইকোনোমিক রিপোর্টাস মিলনাতায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি।
আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় ওসি মুহাম্মদ সিরাজুল ইসলামকে দক্ষিণ জেলার শ্রেষ্ট ওসির পুরুষ্কার প্রদান করা হয়।
ওসি মুহাম্মদ সিরাজুল ইসলাম জানান, এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করা এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়া পুলিশের কাজ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম-কক্সবাজার যানজট নিরসনে নিরলসভানে আমার অফিসারবৃন্দরা কাজ করে যাচ্ছেন। ভাল কাজের স্বীকৃতি স্বরুপ মহান স্বাধীনতা দিবস সম্মাননা পেয়ে নিজেকে গর্ববোধ মনে করছি।
ওসি মুহাম্মদ সিরাজুল ইসলাম স্বাধীনতা স্মৃতি গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করায় তাকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশের সদস্যবৃন্দরা ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।