মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রকাশিত : ১:২৫ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৭ মে ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ শাহজাহান যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি ) বিকেলে লোহাগাড়ার এসিল্যান্ড হিসেবে তিনি যোগদান করেন।
৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০১৮ সালে পদায়ন পাওয়ার পর সততা,দক্ষতা ও সুনামের সাথে বাগেরহাট, নোয়াখালী হাতিয়া এবং পার্বত্য জেলার লামা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ শাহজাহানের বাড়ী কক্সবাজার জেলার পেকুয়া সদরে।
তিনি চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
লোহাগাড়ার নবাগত এসিল্যান্ড মোহাম্মদ শাহজাহান জানান, লোহাগাড়ার এসিল্যান্ড হিসেবে আজকে দায়িত্বভার গ্রহন করেছি। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এজন্য তিনি সকল জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।