প্রকাশ: ২০১৮-১০-১৩ ১৯:৩০:৩৯ || আপডেট: ২০১৮-১০-১৩ ১৯:৩০:৩৯
খোরশেদ আলম শিমুল,হাটহাজারী
কমাতে হলে দুর্যোগের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পুর্ব প্রস্তুতি স্লোগানকে সামনে রেখে হাটহাজারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।শনিবার (১৩অক্টোবর)সকালে র্যালী ও আলোচনা সভা ড.শহীদুল্লাহ একাডেমিক স্কুল মাঠে অনুষ্টিত হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম. পি।
হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী,ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকের হোসেন।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ নিয়ে একটি মোহরা দেন যেখানে আগুন ধরলে কিভাবে জানমাল রক্ষার্তে সাহায্য করা হয়।
Comments
Add Your Comment