প্রকাশ: ২০২১-০১-১৪ ১৯:৫১:৪৩ || আপডেট: ২০২১-০১-১৪ ১৯:৫১:৪৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রহমতুল্লাহ পাড়ায় চিরকুট লিখে সরওয়ার কবির ইমন (২৬) নামে এক যুবক ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে।
বিষয়টি স্হানীয় ইউপি সদস্য মোঃ শরফু সিকদার নিশ্চিত করেছেন।
১৪ জানুয়ারী ( বৃহস্পতিবার ) দুপুর ১২ টার বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখলে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন।
পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে। নিহত ইমন ওই এলাকার মৃত আহমদ কবির পুত্র। পেশায় ব্যাটারী চালিক টমটম চালক বলে জানা গেছে।
নিহতের মামা রিয়াজ উদ্দিন জানান, গত লকডাউনে ইমনের সাথে সাতকানিয়া উপজেলার বারোদোনা এলাকার আবুল হাসেমের মেয়ে শাহিদা আক্তার লাভলীর সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকে শুশুর বাড়ির সাথে ইমনের বনীবনা হতো না। ছোট-খাট বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। হয়তো অভিমান করেই গলায় ফাঁস দিয়ে ইমন আত্মহত্যা করে ।
তিনি আরো জানান, আত্মহত্যার আগে ইমন একটি চিরকুট লেখে আত্মহত্যা করে। চিরকুটে তার মৃত্যুর জন্য ৪ জনের নাম উল্লেখ করেন। নামগুলো হল – স্ত্রী লাবলী , শাশুর আবুল হাসেম, শাশুড়ী খুরশীদা আক্তার, শ্যালক জিসান।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান,ঘটনার খবর পেয়ে এসআই
দুলাল বাড়ৈ এর নেতৃত্বে একটি টিম পাঠানো হয়।নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যু ও চিরকুটের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।
Comments
Add Your Comment