প্রকাশ: ২০২১-০১-১৩ ১৯:১৭:০৩ || আপডেট: ২০২১-০১-১৩ ১৯:৩২:৩৮
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ জ্বালানী কাঠসহ জীপ গাড়ি জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় ১৩ জানুয়ারী বিকেল ৫টার দিকে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম লোহাগাড়া উপজেলার পহরচাঁন্দা নামক এলাকা হতে অবৈধ জ্বালানী কাঠসহ জিপ গাড়ী নং ঢাকা-ল- ২৯৭ আটক করা হয় ৷ এ ব্যাপারে বন মামলা নং ২৮/পদু অব ২০২০-২১ রুজু করা হয় এবং বর্তমানে জব্দকৃত কাঠ ও গাড়ি বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
Comments
Add Your Comment