প্রকাশ: ২০২১-০১-১৩ ১৭:৪০:৪৪ || আপডেট: ২০২১-০১-১৩ ১৭:৪০:৪৪
নিজস্ব প্রতিবেদকঃ
দেশব্যাপী একযোগে সারাদেশের ন্যায় লোহাগাড়ায় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে
১৩ জানুয়ারী সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে “জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাষার মর্যাদা সমুন্নত রাখা ও শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি’র” আওতায় উপজেলা শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন,লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার একরাম হোসেন,উপজেলা প্রকৌশলী দিবাকর রায়, সহকারী শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন।
এছাড়াও কর্মসূচিতে এলাকার সকল জনপ্রতিনিধি ও উপজেলার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।
Comments
Add Your Comment