প্রকাশ: ২০১৮-১০-১১ ১৭:২০:১৬ || আপডেট: ২০১৮-১০-১১ ১৮:১৬:২৭
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে পুণরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিরাবাদ দর্জি পাড়া এলাকার মরহুম আবদুল আজিজের পুত্র,দক্ষিণ জেলা আওয়ামী যু্বলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,ত্যাগী ও পরিশ্রমী রাজনীতিবিদ মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।
সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র প্রতিনিধি (শিক্ষানুরাগী) হিসাবে তাঁকে মনোনীত করা হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।তিনি এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি রাজনীতিবিদ মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে বলেন,মহান আল্লাহর কাছে শোকরিয়া।উক্ত বিদ্যালয়ের সভাপতি হতে পেরেই নিজেকে ধন্য মনে করছি । তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুণরায় সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল সদস্য,শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অনেক ধন্যবাদ জানিয়েছেন।
Comments
Add Your Comment