প্রকাশ: ২০১৮-১০-০৪ ২১:১২:১৪ || আপডেট: ২০১৮-১০-০৪ ২১:১২:১৪
রায়হান সিকদার
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ“ এই স্লোগানকে সমানে রেখে সারাদেশের ন্যায় এক যুগে শুরু হলো জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ অক্টোবর সকালে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা- ২০১৮ উদ্বোধন করা হয়েছে।
উন্নয়ন মেলার উদ্বোধন করেন কক্সবাজার-২ কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
এ সময় উপস্হিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জামিরুল ইসলাম ও মহেশখালী উপজেলা ও কক্সবাজার সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লোহাগাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম সাকিব। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্হিত ছিলেন।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-২ মহেশখালী-কুতু্বদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন,বর্তমান সরকার উন্নয়নের সরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
Comments
Add Your Comment