প্রকাশ: ২০১৮-১০-০৪ ২১:০০:৪৭ || আপডেট: ২০১৮-১০-০৪ ২১:০০:৪৭
মোঃ নাজিম উদ্দিন, দেশবাংলা.নেট:
‘‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে
সাতকানিয়ায় মডেল হাইস্কুল মাঠে বর্ণাঢ্য শুভাযাত্রার মধ্যদিয়ে ৩দিন
ব্যাপী সরকারের উন্নয়ন মেলা শুরু হয়েছে। গতকাল ৪ অক্টোবর বৃহস্পতিবার
সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে উন্নয়ন মেলার
শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের আগে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে
শুভাযাত্রা বের হয়। শুভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলার
মাঠে এসে মিলিত হয়। প্রধানমন্ত্রীর উন্নয়ন মেলার শুভ উদ্বোধনের পর পর
উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করে। পরে
ইউএনও মোবারক হোসেনের সভাপতিত্বে সাতকানিয়ার উন্নয়নের উপর এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যার পরিচালনায়
আনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র মো. জোবায়ের, দক্ষিণ জেলা আ.লীগের
প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা আ.লীগের সাংগঠনিক
সম্পাদক মো. শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি,
এওচিয়ার চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, আমিলাইশের চেয়ারম্যান এসএম হানিফ,
সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দিন, ছদাহার চেয়ারম্যান মোসাদ হোসেন
চৌধুরী ও বাজালিয়ার চেয়ারম্যান তাপশ কান্তি দত্ত। মডেল হাইস্কুল মাঠে
৩দিন ব্যাপী আয়োজিত উন্নয়ন মেলায় এবার সরকারি ও বেসরকারী দপ্তরের ৭৮টি
স্টল স্থান পায়।
Comments
Add Your Comment