প্রকাশ: ২০১৮-০৯-৩০ ২৩:৩১:৩৮ || আপডেট: ২০১৮-০৯-৩০ ২৩:৩১:৩৮
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় দুই জন ওয়ারেন্টভূক্ত আসামী পুলিশের অধরা রয়ে গেছে। মামলায় ওয়ারেন্ট হওয়ার পরও ওই আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা গ্রামের মৃত সুজা মিয়ার পুত্র মোস্তাক আহমদের নিকট থেকে তার ভাই মোক্তার আহমদের সহযোগিতায় অপর ভাই রফিক আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগম জমি বন্ধকী ও বসতভিটা বন্ধক বাবদ ৩শ টাকার স্ট্যাম্পে বন্ধকী চুক্তিপত্রমুলে ১ লক্ষ ২৫ টাকা গ্রহন করে। অভিযোগ উঠেছে, চুক্তিনামা অনুযায়ী ৫০ হাজার টাকা পরিশোধ করলেও বাকী টাকা এখনও বাদীকে প্রদান করে নাই। এ ব্যাপারে বাদী ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত যার মামলা নং ১০৪২/১৭ ইং ও বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর ২২৭/১৮ দায়ের করে। মামলার বাদীর ছেলে প্রবাসী শেখ জাহেদ জানায়, মামলায় ভোলাইয়াঘোনা এলাকার সুজা মিয়ার পুত্র রফিক আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগমের ওয়ারেন্ট হয়েছে। মামলার ওয়ারেন্টের কপি থানায় রয়েছে। মামলার বাদী সাংবাদিকদের জানান, আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারি করার পরও এখনও পুলিশের ধরা ছোয়ার বাইরে থেকে গেছে। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এ ব্যাপারে বাদীপক্ষ তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বর্তমান পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
Comments
Add Your Comment