প্রকাশ: ২০২০-০৪-৩০ ১৫:১০:১১ || আপডেট: ২০২০-০৫-০১ ১০:৩৮:৫১
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে । করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৩০ এপ্রিল( বৃহস্পতিবার) দুপুরে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী।
তিনি জানান,লকডাউন না মেনে জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারামতে আইস পার্কের ফোর ইন ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা, আমিরাবাদ ট্রেডার্সকে ২হাজার টাকা, মক্কা স্টোরকে ২হাজার টাকা, খাজা ট্রেডার্সকে ৫`শ টাকা ও ভাই ভাই ষ্টিলকে ৫`শ টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা জরিমানা প্রদান করা হয়।
এসময় সাথে ছিলেন কক্সবাজার ১০পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির, আলীকদম ক্যান্টনমেন্ট ২৭বীরের ক্যাপ্টেন সজিব মাহমুদ জাকির, লোহাগাড়া থানার এসআই অজয়দেব শীল,উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।
Comments
Add Your Comment