প্রকাশ: ২০২০-০৪-২৬ ১৪:৪৯:৫৯ || আপডেট: ২০২০-০৪-২৬ ১৪:৪৯:৫৯
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ,উন্নয়নের সফল কান্ডারী সাতকানিয়া-লোহাগাড়ার জননন্দিত নেতা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য,সাতকানিয়া লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত রিজিয়া রেজা চৌধুরীর পক্ষ থেকে বড়হাতিয়া ইউনিয়নের ৪`শ অসহায়, কর্মহীন, মধ্যবিত্ত ও হত-দরিদ্র পরিবারের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছেন।
সাংসদ প্রফেসর ড.নদভী ও কেন্দ্রীয় মহিলা আ`লীগ নেতা রিজিয়া রেজা চৌধুরীর পাঠানো ইফতার সামগ্রী গতকাল বিকেলে বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন,খেটে-খাওয়া মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও বড়হাতিয়া ইউনিয়ন ত্রাণ কমিটির সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন।
এসময় সাথে ছিলেন কায়দে আজম বাচ্চু, কাইছার হামিদ বাপ্পি, ফয়সাল, এনাম, নুরুল কবির চৌধুরী,ছাত্রলীগ নেতা রিমু, মেহেদী, খোরশেদ, মিঠন, সাগর, সাজ্জদ,নারীনেত্রী কোহিনুর আকতার, ইলিয়াছ, জাহাংগীর, আয়ুব সহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ অসংখ্য নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
খেটে-খাওয়া ও হত দরিদ্র পরিবারের সদস্যরা সাংসদ প্রফেসর ড.নদভীর পাঠানো উপহার পেয়ে মহাখুশী।
Comments
Add Your Comment