প্রকাশ: ২০২০-০৪-২৫ ২০:২৫:৩৭ || আপডেট: ২০২০-০৪-২৫ ২০:৩৮:২৮
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট
চলমান করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা আজ শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল পরিদর্শন করে সন্তুষ্ঠি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর উদ্যোক্তা ডা:বিদ্যুৎ বড়ুয়া।
বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত চট্টগ্রামের জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে নাভানা গ্রুপ এবং জনসাধারনের ১০০ টাকা করে অনুদানের টাকায় মাত্র ১৫ দিনে প্রতিষ্ঠিত এ ‘ফিল্ড হাসপাতাল’ এর কার্যক্রম উদ্বোধনের চারদিনের মাথায় হাসপাতাল পরিদর্শনে আসলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।
উল্লেখ্য,ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা:বিদ্যুৎ এর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রামসহ সারাদেশের সর্বস্তরের মানুষ।
এর আগে হাসপাতাল পরিদর্শনে এসে যেকোন ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির,স্থানীয় সাংসদ দিদারুল আলমসহ জনপ্রতিনিধি,সেনাবাহিনীর কর্মকর্তা এবং চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
Comments
Add Your Comment