প্রকাশ: ২০২০-০৪-২১ ২০:৩২:৫২ || আপডেট: ২০২০-০৪-২১ ২০:৪৫:১৭
রায়হান সিকদারঃ
লোহাগাড়ায় করোনা ভাইরাসে লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৪ দোকানীকে ৩হাজার ৫`শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২১ এপ্রিল(মঙ্গলবার) রাত সাড়ে ৭টায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
এসময় সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির,ক্যাপ্টেন শফিক আহমেদসহ সেনাবাহিনীর টহল টিম ও লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন,লকডাউন না মেনে দোকানপাট খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারামতে রাতে উপজেলার বটতলী স্টেশনে ২টি হার্ডওয়ারের দোকান শহিদুলকে ১হহাজার টাকা, সোহেল ৫`শ টাকা এবং আমিরাবাদ দর্জি পাড়া এলাকায় শহিদুল ইসলামের দোকানে ১হাজার টাকা, নাজিম উদ্দিনের দোকানে ১হাজারসহ মোট ৩হাজার ৫`শ টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
Comments
Add Your Comment