প্রকাশ: ২০২০-০৪-২১ ১৯:২১:২৮ || আপডেট: ২০২০-০৪-২১ ১৯:২১:২৮
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় কাল বৈশাখী ঝড় বয়ে গেছে। ২১ এপ্রিল বেলা ১২ টায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর দমকা হাওয়া শুরু হয়।
এতে বৈশাখী দমকা হাওয়ার বেগে প্রকৃতির ধুলো ময়লা উড়িয়ে দিলেও কেড়ে নিয়েছে আমের গুটি। ভেঙে পড়েছে ছোট গাছগাছালি । অনেক বসতঘরের টিনের চাল উড়িয়ে নিয়েছে।
এদিকে আধুনগর ইউনিয়নের রশিদেরঘোনা এলাকার মোস্তফা কামাল জানান, দমকা হাওয়ায় আমার প্রতিবেশী মৃত আবদল আমিন মিয়াজির পুত্র ওসমান বাড়ির ঘরের টিনের চাল উড়িয়ে নিয়েছে। বসতঘরের টিনের চাল উড়িয়ে নেওয়া ওসমান এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন।
এ পরিস্হিতিতে উপজেলা প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেছেন।
Comments
Add Your Comment