প্রকাশ: ২০২০-০৪-১৮ ১৭:৩৩:০৩ || আপডেট: ২০২০-০৪-১৮ ১৭:৩৩:০৩
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের মিডওয়ে ইন(চেক পোস্ট)`র সামনে হতে ১মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেল, ১হাজার ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত ইয়াবা পাচারকারীর নাম মোহাম্মদ মফিজ(৩৫)। সে চন্দনাইশ ৭নং ওয়ার্ডের কসাই পাড়া এলাকার ইনাম বকসুর পুত্র।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল দুপুর ১টায় ওসি জাকের হোসাইন মাহমুদ, এসআই গোলাম কিবরিয়া ও এএসআই শফিউল্লাহ`র নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় মোটর সাইকেল থামিয়ে তার শরীরে তল্লাশী চালিয়ে ১হাজার ৫`শ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে ।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, করোনা পরিস্হিতে মানুষ ঘরমূখী রয়েছে। এমন পরিস্হিতে থেমে নেই ইয়াবা পাচারকারীরা। চুনতি চেকপোস্টের সামনে আমাদের থানা পুলিশের একটি টিম মোটর সাইকেল যোগে ১হাজার ৫`শ পিচ ইয়াবা পাচারকা্লে মফিজকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
Comments
Add Your Comment