বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স:লোহাগাড়ায় প্রস্তুতি সভা

প্রকাশিত : ৩:১৪ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

লোহাগাড়া প্রতিনিধিঃ

আগামী ১৩ নভেম্বর বুধবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক ২৩টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম শুভ উদ্বোধন করা হবে।

তারই ধারাবাহিতায় লোহাগাড়ায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ১৩ নভেম্বর সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিডিও কনফারেন্সেসের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসক কক্ষে উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে লোহাগাড়ার পেশাজীবি,ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষক সমাজের প্রতিনিধি অংশগ্রহণকারীদের সাথে আজ ১১নভেম্বর বিকেলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম সরওয়ার জাহানের সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি পটিয়া হেড অফিসের এজিএম তৌহিদুল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের কো-অর্ডিনেটর মুহাম্মদ আবদুস সালাম, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী,লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, মুহাম্মদ সাইফুল ইসলাম(কৃষিবিদ),ব্যবসায়ী মুহাম্মদ ইউসুফ, দৈনিক পুর্বদেশ লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আবুল কালাম আজাদ, দৈনিক প্রতিদিনের সংবাদের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার,পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, প্রধান শিক্ষক, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবাশীষ আচার্য্যসহ অন্যান্যরা।

আরো পড়ুন