বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট ভিক্ষা চাইলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী রিজিয়া রেজা চৌধুরী

প্রকাশিত : ৬:০০ পূর্বাহ্ন বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

 

রায়হান সিকদার, দেশবাংলাঃ

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থনে লোহাগাড়া উপজেলা আমিরাবাদ মাস্টার হাট এলাকায় শিল্পপতি ফোরকান উল্যাহ চৌধুরীর উদ্যোগে ৩১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে তার বাড়ির উঠানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী।তিনি জানান, এমপি মহোদয় বিগত ১০টি বছর সাতকানিয়া-লোহাগাড়াবাসীর সেবা করেছেন। মানুষের কল্যাণে কাজ করেছে। সন্ত্রাসীদের কোন প্রকার প্রশ্রয় দেয়নি। এমপি মহোদয় যদি আগামী নির্বাচনে আপনাকে এমপি না করে তাহলে স্বতন্ত্র প্রার্থী থেকে ১০/১২জন এমপি হয়ে যাবে। পুরাত চাল ভাতে বাড়ে, নতুন চাল হচাল হয়ে যায় এই প্রবাদ জনগণকে বুঝতে হবে।উন্নয়নের মার্কা নৌকা,স্বাধীনতা মার্কা নৌকা। তাই সাতকানিয়া-লোহাগাড়ায় পুণরায় উন্নয়ন, শান্তির জনপথ চাইলে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী ৭ জানুয়ারী আমার স্বামী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়কে নির্বাচিত করতে সকলকে অনুরোধ জানান।দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের,সাবেক সভাপতি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর সুযোগ্য দৌহিত্র শিল্পপতি মোঃ ফোরকান উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, মদিনা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি উত্তর আমিরাবাদ চৌধুরী পরিবারের সন্তান মোঃ রাশেদুল আলম চৌধুরী,এমপি নদভীর ভাগিনা ওবাইদুল হক,ইউপি সদস্যা শিবলু আকতার, নারীনেত্রী খদিজা বেগম, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীর ভাইজি নাবিলা চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন