মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:০৫ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম,এ মোতালেবকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাঁডু মিছিল ও তার কুশপুত্তলিকা দাহা করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনস্থ আইস পার্কের সামনে থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে স্বতন্ত্র প্রার্থী এম,এ মোতালেবের কুশপুত্তলিকা দাহা করার মধ্যে দিয়ে শেষ হয়।এসময় লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুকাচ্ছফা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিবাস দাশ সাগর, কালাউজান ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস, এম, ইউনুচ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মানিক, চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ, এম, গণি সম্রাট, এস এস আব্দুল জব্বার, মিয়া মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী আরজু, আব্দুল হান্নান ফারুক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূরুল হক নুনু, যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্চু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান, উপজেলা তাঁতীলীগের যুগ্ম-আহবায়ক সাব্বির আহমদ,উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি জাফর আহমদ, উপজেলা যুবলীগ নেতা সরওয়ার কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান সোবহান, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন সাঈদী, মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম প্রমুখ।
এছাড়াও ঝাড়ু মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।